Saturday, 16 September 2017

দাদু



দাদু

একটা ট্রেন ছুটে আসছে।

তীব্র গতি , থামার উপায় নেই।

বৃদ্ধ চলেছেন সেই লাইন ধরে, 

তার আজ ফেরার তাড়া নেই।

ট্রেন চলে গেল

বৃদ্ধ চলে গেলেন

থেকে যাবে রেশ


আর বেদনাময় এই শেষ !