Happy 6th Birthday my dear. Below is my birthday Gift to you.
হারজিত
ঘূম থেকে উঠেই হারতে থাকি ...
রাস্তায় পথ চলতে চলতে,
গাড়িতে চড়তে চড়তে ,
ফাঁকা চোখে বাইরে তাকাতে
তাকাতে,
হারতে থাকি।
অফিস এর কাজ করতে করতে,
ফাইল সই করতে করতে,
বড় সাহেবের চোখ রাঙ্গানি
সইতে সইতে ,
হারতে থাকি।
অর্থের খোঁজে হাহাকার
করতে করতে, চাহিদা মেটাবার ব্যারথতায় পুড়তে পুড়তে,
কিছু না করতে পারার বেদনা
সইতে সইতে,
হারতে থাকি।
তবু দিনের শেষে তোর ছোট্ট
দুটি হাত যখন জড়িয়ে ধরে আমায়,
সব হারানোর ব্যাথা ভুলে
জিতে যাই আমি ,
হারতে হারতে। ।
No comments:
Post a Comment